সারা বিশ্বের ন্যায় গাজীপুরে পালিত হলো বিশ্বপ্রতিবন্ধি দিবস 275 0
সারা বিশ্বের ন্যায় গাজীপুরে পালিত হলো বিশ্বপ্রতিবন্ধি দিবস
রনি আহম্মেদ
কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি,নতুন ভাবে টেকসই গড়ি”।গাজীপুরে ২৯তম বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় ৩রা ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার সকাল ১১টায় ।বিশ্বপ্রতিবন্ধী দিবস উপলক্ষে মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাট্য মন্দিরে প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনার সভার আগে সকাল ১০টায় র্যালী অনুষ্ঠিত হয়।উক্ত সভায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম আনোয়ারুল করিম,সিভিল সার্জন ডা.মো.খাইরুজ্জামান,জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা,জেলা প্রাথমিক অফিসার মো.মোফাজ্জল হোসেন ও জয়দেবপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালক উম্মে কুলসুম।অনুষ্ঠান পরিচালনা করেন মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাইউম।অতিথিরা বলেন,‘প্রতিবন্ধীরা জাতির বোঝা নয়,সম্পদ।প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার নিশ্চিতকরণ, ক্ষমতায়ন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান,প্রতিবন্ধীবান্ধব গণস্থাপনা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে বহুবিধ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, সমন্বিত শিক্ষা কার্যক্রম এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রসহ অন্যান্য কর্মকান্ডের মাধ্যমে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ত্বরান্বিত করছে।